নির্বাচন সামনে রেখে আবারও মাঠ খালি করার খেলায় মেতে উঠেছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার আবারও মাঠ খালি করার পুরনো খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার সরকারের ভোট জালিয়াতির প্রচেষ্টা সফল করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের ফাঁদে এবার পা দেবে না বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আলোচনা বা সংলাপের কথা বলে, সরকার আবারও নতুন চক্রান্ত শুরু করেছে।সরকার আবারও আগামী নির্বাচন নিয়ে পুরনো খেলায় মেতেছে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগবিহীন সরকার চায় দেশের জনগণ। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার । বিদেশ সফর সফল বলে সরকার দেশের মানুষকে বোকা বানাতে চাইছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।