নির্বাচন সামনে রেখে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে : ড. নাজমুল আহসান
- আপডেট সময় : ০১:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে রেখে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। আর সুজন সম্পাদক বদিউল আলম মজমুদার বলেছেন, এমন পরিস্থিতিতে নির্বাচন হলে, তা জাতিকে ভয়াবহ সংকটে ফেলবে। এসএ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তারা বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন, দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা হারাবে।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগে বিরাজ করছে উৎসব আমেজ। জাতীয় পার্টিও নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হয়েছে। অন্যদিকে তফসিল বাতিল করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে রাজপথে টানা কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলো।
এমন বাস্তবতায় নির্বাচন কোন দিকে যাচ্ছে তা নিয়ে কথা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ চেয়ারম্যান নাজমুল আহসান অলিম উল্লাহ ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
মনোনয়ন ফরম দাখিলের পরপরই পাল্টে যাবে পুরো পরিস্থিতি এমন দাবি করেন তারা।
সমঝোতা ছাড়া নির্বাচন হলে তা দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা হারাবে বলেও জানান এই দুই বিশ্লেষক।