নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরব প্রার্থী ও সমর্থকরা
- আপডেট সময় : ০৫:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনগুলোতে প্রচার-প্রচারণায় সরব প্রার্থী ও সমর্থকরা। নিজ নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা গণসংযোগ করছেন দিনরাত। নিজ নিজ আসনে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
কাশিয়ানী হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেছেন গোপাললগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম। সেখানে তিনি বলেছেন, আগুন দিয়ে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা করছে বিএনপি-জামায়াত। গাজীপুর-২ আসনে নৌকা প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল নিজ এলাকায় প্রথমদিন গণসংযোগ করেছেন। অর্থের প্রস্তাব পেলে তা নিয়ে নৌকার যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লার ১১টি আসনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন কুমিল্লা -৬ আসনে নৌকা প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার। অপরদিকে কুমিল্লা-৯ আসনে নির্বাচনীসভা করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এর মিছিল ও পথ সভা হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে পথ সভা করেন নৌকার প্রার্থী। ঝালকাঠি -১ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেছেন, বরিশাল বিভাগে আর কোনো বিরোধীদল থাকবে না। ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি ইসলামিয়া কমপ্লেক্স মাঠে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
জামালপুরের মেলান্দহে গণ সংযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মীর সামসুল আলম লিপটন। উপজেলার দুরমুট বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দিনাজপুরের বোচাগঞ্জ নির্বাচনী আসনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে প্রত্যয় নিয়ে দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের নেতাদের সাথে বৈঠক করেছেন সাকিব আল হাসান।
নোয়াখালীর আট কপালিয়া বাজারে বৈঠক ও গণসংযোগ করেছেন নোয়াখালী-৪ সদর- সুবর্ণচর আসনের লাংগল প্রার্থী মোবারক হোসেন আজাদ। ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ এর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেলো রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।