নির্বাচনকে সামনে রেখে প্রবাসী নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে প্রবাসী নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার দুপুরে ভার্জিনিয়ায় রিটজ কার্লটন হোটেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে এই নির্দেশনা দেন তিনি।
অতীতে বিএনপির দুর্নীতি-অপশাসনের মাধ্যমে বিরোধী রাজনীতিকদের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছে তা বিদেশিদের জানাতে প্রবাসী নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, জনগণ বিএনপি’র সহিংসতা নাকি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের পক্ষ নেবে, সেটা সময়ই বিচার করবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরারও আহ্বান জানান দলীয় প্রধান শেখ হাসিনা। বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ গতি ধরে রাখতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।