নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ ক ম বাহাউদ্দিন বাহারকে ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা করেছে ইসি

- আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী কুমিল্লা-৬ আসনের আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও বরগুনা-১ আসনের ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। তিন দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে । বাহউদ্দিন বাহার সাংবাদিককে হুমকির জন্য ক্ষমা প্রার্থনা করেন। বিকেলে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
নির্বাচনী প্রচার প্রচারনায় আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হওয়ায় সশরীরে ব্যাখ্যা দিতে বিকেলে নির্বাচন কমিশনে আসেন কুমিল্লা ৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি প্রচারণার সময় সাংবাদিকসহ বিরোধী পক্ষকে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দেন। একইদিন আচরনবিধি লঙ্ঘনের জবাব দিতে আসেন বরগুনা ১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনে আধা ঘন্টার শুনানী শেষে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ইসিকে বুঝাতে সক্ষম হয়েছেন তিনি। বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেছেন, বিরোধী পক্ষকে বলেননি। তাই প্রার্থীতা বাতিলের সুযোগ নেই। তবে বরগুনার ১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কথা না বলে চলে যান। শুনানীতে ইসির সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।