নির্বাচনী ইশতেহার অনুযায়ী সময়ের আগেই সবার জীবন-মানের উন্নতি হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সময়ের আগেই প্রতিটি মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকার প্রধান বলেন, জনগণ ও দেশের উন্নয়নের যে মাইলফলক সরকার স্থাপন করেছে, তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে সভাপতিত্ব করেন।
নতুন বছরের প্রথম এই বৈঠকে জনগনকে সেবা করার সুযোগ দেয়ায় আবারো কৃতজ্ঞতা জানান তিনি।
বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার অঙ্গীকার আবারো ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হবে।
পদ্মাসেতু তৈরীতে দেশি-বিদেশী ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে সরকার প্রধান বলেন, নিজ অর্থায়নে তৈরী পদ্মাসেতু প্রমাণ করেছে, বাংলাদেশ অদম্য এবং আত্মনির্ভরশীল।
মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য সিভিল কোর্ট, অ্যামেইনমেন্ট অ্যাক্ট’ এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যার আওতায় ভুটান আরও ১৬টি এবং বাংলাদেশ আরও ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে।