নির্বাচনী প্রচার-প্রচারণায় তুমুল ঝড় তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
- আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচার-প্রচারণায় তুমুল ঝড় তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নৌকার বিরুদ্ধে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন তিনি। মাহির আসনের মতো রাজশাহীর প্রতিটি আসনেই স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকা প্রার্থীরা। স্বতন্ত্র দমনে সহিংসতাও ছড়িয়ে পড়েছে কোনো কোনো আসনে
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। প্রচার-প্রচারণায় মাতিয়ে রেখেছেন নির্বাচনী। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। (মাহি ফুটেজ)
মাহির আবির্ভাবে এ আসনে নৌকার বর্তমান এমপি ফারুক চৌধুরীও পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে। গেলো ১৫ বছরে এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন সবার কাছে। (ফারুক ফুটেজ)
রাজশাহী-৪ আসনে এবার দলের মনোনয়ন হারিয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হক। তবে নৌকার প্রার্থীর কর্মীদের অব্যাহত সহিংসতায় উত্তপ্ত বাগমারা। (এনামুল ফুটেজ)
রাজশাহী-৫ আসনেও এবার বদলেছে নৌকার প্রার্থী। যদিও নৌকার বিরুদ্ধে মাঠে শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থী। তবে শক্ত ঈমানদার ভোটাররাই নৌকাকে জিতিয়ে আনবে বলে প্রত্যাশা সরকার দলীয় প্রার্থীর ।
রাজশাহীর ৬টি আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।