২৮ ডিসেম্বর নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০৬:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচন। প্রচার- প্রচারনায় সরব হয়ে ওঠেছে পৌর এলাকা। রাত-দিন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রথমবারের মতো ইভিএমএ ভোট গ্রহণ হবে বলে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ভোটাররা। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি’র মেয়র প্রার্থী। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ইসি
২৮ ডিসেম্বর মদন পৌরসভা নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে প্রার্থীরা। প্রচন্ড শীত উপেক্ষা করে তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। করোনা মহামারিতেও চলছে প্রার্থীদের উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারনা। ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে পৌর শহর। প্রচারনা নিয়ে অভিযোগ না থাকলেও, ইভিএম নিয়ে আপত্তি জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী। নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদী মেয়র প্রার্থীরা।
প্রচারনায় পিছিয়ে নেই সংরক্ষিত ও সাধারন কাউন্সিলররা। জয়ের আশায় ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সংরক্ষিত একটি আসনে তৃতীয় লিংঙ্গের প্রার্থীও নির্বাচনে অংশ নিয়েছেন।নির্বাচনকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পৌরবাসী। মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীদেরই নির্বাচিত করতে চান, ভোটাররা।
ইভিএমে ভোট প্রদানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা।মেয়র পদে ৬, কাউন্সিলর ২১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার আট’শ ৪৮ জন।