পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নির্বাচনে পরাজয় মেনে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তার দীর্ঘদিনের মিত্র নিউ জার্সির সাবেক মেয়র ক্রিস ক্রিস্টি।
মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রভাবশালী এই রিপাবলিকান নেতা বলেন, ভোটে জালিয়াতি বা কারচুপি হয়নি। তাই নির্বাচনী ধারাবাহিকতা অনুযায়ী, ট্রাম্পের পরাজয় মেনে নেয়া উচিত। এছাড়া ট্রাম্পের হয়ে আইনি লড়াইরত লিগ্যাল টিমকে ‘জাতীয় লজ্জা’ বলেও অভিহিত করেন তিনি। ক্রিস ক্রিস্টি বলেন, ট্রাম্পের আইনজীবীরা শুধু আদালতের বাইরে ভোটে অনিয়মের অভিযোগ করেন। কিন্তু আদালতের ভেতরে গিয়ে ভোট জালিয়াতির কোনও প্রমাণ দেখাতে পারেন না। ২০১৬ সালের নির্বাচনের আগে ক্রিস ক্রিস্টিই প্রথম গভর্নর হিসেবে ট্রাম্পকে সমর্থন দেন। এর আগেও বেশ কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পকে পরাজয় মেনে নিতে পরামর্শ দেন।