নির্বাচনে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলের অংশগ্রহণ : সিইসি
- আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের বড় চ্যালেঞ্জ। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, কোন চাপ কিংবা বিএনপিকে নির্বাচনে আনতে ব্যালটে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় নি। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ব্যালটে নির্বাচন গ্রহণের একমত হয়েছে ইসি।
তিনি বলেন, ইভিএম বা ব্যালটেও শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ইভিএমে কারচুপি করা কঠিন বলেই সে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো বলে জানান সিইসি। তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে উদ্যোগী হতে হবে৷ সংলাপের মাধ্যমেই নিজেদের সংকট সমাধান করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশন বা কোন সংস্থার পক্ষে এককভাবে সম্ভব নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী এজেন্টদের অতন্ত্র প্রহরীর মতো থেকে কাজ করতে হবে। আগাম নির্বাচনের জন্য কোন প্রস্তুতি কমিশনের নেই জানিয়ে সিইসি বলেন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।