নির্বাচনের আগমুহুর্তে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার হয়রানীর অভিযোগ
- আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগমুহুর্তে নেতাকর্মীদের গ্রেফতার হয়রানী আর দমন পীড়নের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। আর নির্বাচনের শান্তীপুর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি ভিত্তিহীন অভিযোগ করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে এ পর্যন্ত ৬৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গ্রেফতারকৃতদের অধিকাংশই তার পোলিং এজেন্ট বলেও দাবি করেন বিএনপির প্রার্থী। নির্বাচনের আগে এসব নেতাকর্মীদের না ছাড়লে নির্বাচন থেকে সরে দাড়ানোসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী শুরু করার হুশিয়ারি দেন তিনি। এদিকে বহদ্দারহাট এলাকা থেকে শেষ দিনের প্রচারণায় নেমে এখন পর্যন্ত নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ আছে বলে দাবি করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।