নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী।
শনিবার সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরকার এসব মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে। ড. এ কে আব্দুল মোমেন আরও জানানা, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে ভারত বলেও জানান মন্ত্রী।