নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক : মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০১:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কোন একক দল নয়, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যা অভিযোগ সত্যই উদ্বেগজনক, যা নির্বাচনের পরিবেশকে নষ্ট করে । রেবের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, সংশোধন ও পুনর্গঠন ছাড়া নিষেধাজ্ঞা কাটবে না। সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
রাজধানীর একটি হোটেলে সকালে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে মিট দ্যা প্রেসের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ…. সিজিএস। যেখানে অংশ নেন কূটনৈতিক, আমলা, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা জানান পিটার হাস।
এক প্রশ্নের জাবাবে নির্বাচনের আগে বিচারবহিভূর্ত হত্যা ও গুম প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রেবে নিষেধাজ্ঞা ইস্যুতে মার্কিন এই কূটনৈতিক জানান, কারো প্রতি ব্যক্তিগত আক্রোশে নয়, সংস্থার সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্র সচেষ্ট।
নির্বাচন ইস্যুতে রাজনৈতিক সন্ত্রাস কারো কাম্য নয় জানিয়ে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান পিটার হাস।