নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন

- আপডেট সময় : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি করপোরশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরইমধ্যে কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে । তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের । এরইমধ্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই দিনে সরস্বতী পূজা থাকায় তারিখ পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা দু’দিন বিক্ষোভ প্রতিবাদের পর তৃতীয় দিনের মত অনশন চলছে রাজু ভাস্কর্যের পাদদেশে।
শিক্ষার্থীরা বলছেন, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নির্বাচনের তারিখ পরিবর্তন করার কোন বিকল্প নেই। তিনদিনের অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে রাজু ভাস্কর্যে যান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক। তারা বলেন, ৩০ তারিখ নির্বাচনের তারিখ ঠিক করার বিষয়টি মূল্যবোধের পরিপন্থী। আন্দোলনের সাথে একাত্নতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এটা মেনে নেয়া যায় না। নির্বাচনের তারিখ না পেছালে শিক্ষার্থীদের অনশন চলবে বলেও ঘোষণা দেয় আন্দোলনকারীরা।