নির্বাচনের প্রচারণায় দেশের বিভিন্ন জেলায় সহিংসতা
- আপডেট সময় : ০২:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১৮০৫ বার পড়া হয়েছে
নির্বাচনের প্রচার-প্রচারণা কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সহিংসতা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে সমর্থকদেরকে মারধর করেছে নৌকা সমর্থকরা। এসময় ট্রাক প্রতীকের সমর্থক ধীতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলমসহ ৬ জন আহত হন। রাতে ইউনিয়নের ধলিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
……….
কুমিল্লা-৭ আসনে ৫ নৌকা সমর্থককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিন আশরাফ টিটুর নিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়েছে।
……….
মেহেরপুর-১ আসনের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকার প্রার্থী সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক নারীকর্মীসহ ৪ জন আহত হয়েছেন।
………..
এদিকে..গাইবান্ধার সাঘাটার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মন্টু মাষ্টারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ ওয়াহেদুজ্জামানের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।এ সময় গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে যায়।