নির্বাচনের ফলাফলের পর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ২০২১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর ২ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে হৃদয় ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
জানা যায়, ভোট গ্রহণ শেষে গণনার সময় মোরগ প্রতীকের প্রার্থী আজিজ সরকারের সমর্থকদের সাথে অপর প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার ওসি কামরুজ্জামান জানান, ভোট গণনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হযন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।