নির্বাচনের শেষ মুহূর্তে এসে সারাদেশে বাড়ছে সংঘাত-সংঘর্ষ
- আপডেট সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ২০১৯ বার পড়া হয়েছে
নির্বাচনের শেষ মুহূর্তে এসে সারাদেশে বাড়ছে সংঘাত-সংঘর্ষ। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। আগুন দেয়া হয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন।
রাজশাহীতে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্র থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। সকালে ঘটনাস্থলগুলো পরিদর্শন করে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, কোন স্কুলে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে এ ঘটনা ঘটে। আগুনে স্কুলের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। সোনাগাজী থানার ওসি সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরা-২ আসনের লাঙ্গল কর্মীকে কুপিয়ে আহত করেছে ঈগল প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবির সমর্থকরা। গতরাতে সদর উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে।গতরাতে শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুর-৩ সদর আসনে নৌকা প্রতিকের প্রার্থী শামীম হকের ১০টি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গতরাতে এবং ভোরে এসব ক্যাম্পে আগুন দেবার ঘটনা ঘটে। নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।ভোরে বনপাড়া পৌরসভার ৭ নম্বরওয়ার্ডের হারোয়া এলাকার এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতে নির্বাচনী আলোচনা শেষে বাড়ি চলে যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে ভোরে নির্বাচনী ক্যাম্পটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।এতে ক্যাম্পের সামিয়ানাসহ টেবিল চেয়ার পুড়ে যায়।