নির্বাচনের ১০ দিন আগে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা বিএনপি প্রার্থীর
- আপডেট সময় : ০৮:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি পৌরসভার স্থগিত হওয়া নির্বাচনের মাত্র ১০ দিন আগেই ভোট বর্জন ও প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ব্যাপারী।
দুপুরে সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গেল ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। সেই ধারাবাহিকতায় নেতা–কর্মীদের নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন হাটবাজার ও প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার–প্রচারণা ও গণসংযোগ করা হয়। মিছিল–মিটিং, উঠান বৈঠকসহ প্রচারণা ছিল সর্বক্ষেত্রে। দল ও দলের নেতা–কর্মীদের সমর্থন এবং অক্লান্ত পরিশ্রমে ধানের শীষ, তথা গণতন্ত্রের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এস এম হানিফ তাঁর পরাজয় জেনে বিভিন্ন কুটকৌশলে লিপ্ত হয়। হুমকি–ধামকির মাধ্যমে জনমনে ভীতির সঞ্চয় করে। কিন্তু তাতে বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না জেনেই আওয়ামী লীগ তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে বলে অভিযোগ করেন কামাল হোসেন।