নির্মাণ সামগ্রী আর দোকানের মালামালের দখলে নওগাঁ শহরের সড়ক
- আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের সড়ক দখলের দৃশ্য এখন খুবই পরিচিত। বেশিরভাগ সড়কের পাশেই রাখা হয়েছে নির্মাণ সামগ্রী আর দোকানের মালামাল। দিনভর লেগে থাকে যানজট। দুর্ভোগ পোহানো ছাড়া কিছুই করার নেই পথচারীদের।
নওগাঁ শহরের কেডির মোড় থেকে মুক্তির মোড়ের ব্যস্ততম সড়ক এটি। সড়কের উপরেই রাখা হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত ইট, পাথর, বালি।
আর তাই সরু এই রাস্তায় কোনঠাসা চলাচলকারীরাই। এতে করে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূঘটনা। আরও করুণ অবস্থা পাড়া-মহল্লার সড়কগুলোর।শহরবাসী বলছে, নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই রাস্তা দখল করছে তারা।
চলাচলকারীদের অভিযোগ শহরজুড়ে এমন দখলে হেঁটে চলাই দায়। শধু তাই নয়; মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অটোরিক্সার দৌরাত্ব। সকাল হলেই পিপিলিকারমত শহরে বিচরণ করে কয়েকশো অটোরিক্সা। যাতে যানযটে আরও নাকাল শহরবাসী।
কাগজে কলমে প্রথম শ্রেণীর একটি পৌরসভা থাকলে ও নির্বাচন ছাড়া আর কখনই মাঠে দেখা যায়না তাদের। মেয়র বলছেন, নিবন্ধন ছাড়াও হাজারও অটোরিক্সা চলে শহরে। এগুলো বন্ধ করা গেলে আসবে সমাধান। যদিও পৌর কতৃপক্ষের উপরই দায় চাপিয়েছে পুলিশ। তবে যানযট নিয়ন্ত্রণে শহরে ট্রাফিক ব্যবস্থা জোরদারের কথা বলছেন এই কর্মকর্তা।
খুব দ্রুতই কতৃপক্ষ কোন উদ্যোগ না নিলে শহরের সড়কগুলো চলাচল উপযোগীতা হারাবে বলছেন শহরবাসী।