নির্মাণের ছয় মাসের মধ্যেই ধ্বসে পড়েছে ১২ কোটি ব্যয়ে নির্মিত সড়ক

- আপডেট সময় : ১০:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬৬০ বার পড়া হয়েছে
নির্মাণের ছয় মাসের মধ্যেই ধ্বসে পড়েছে ১২ কোটি ব্যয়ে নির্মিত পাবনার ফরিদপুর উপজেলার একটি সড়ক। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার অনিয়মের মাধ্যমে নিম্নমানের কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে, যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি যেনতেনভাবে যানবাহন চলাচলের জন্য মেরামত করা হয়েছে সড়কটি।
দেখে বোঝার উপায় নেই মাত্র ছয় মাস আগে নির্মিত হয়েছে সড়কটি। ভাঙনের এমন ভয়াবহ চিত্র পাবনার পার-ফরিদপুর থেকে বিএলবাড়ি সড়কের।সড়কটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করলে প্রথম পর্যায়ে নির্মাণ কাজের ব্যয় ধরা হয় ১০ কোটি ৬২ লাখ টাকা। কাজ শুরুর কয়েক মাস পর কাজ বন্ধ করে দেন সংশ্লিষ্ট ঠিকাদার। পরে উপজেলা প্রকৌশল অফিসের চাপে আবারো শুরু করে নির্মাণকাজ। ওই সময় ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে বরাদ্দকৃত টাকা থেকে বাড়িয়ে ১২ কোটি ৩৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। এই কাজ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে বিভিন্ন স্থানে ধ্বসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর যানচলাচলের জন্য যেনতেনভাবে ধ্বসে পড়া অংশ মেরামত করেছে ঠিকাদার।
তবে নিম্নমানের কাজ হয়েছে, মানতে নারাজ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী। সড়কটি ধ্বসে পড়ার সঠিক কারণ অনুসন্ধান করে বেড় করা হবে এমনই প্রত্যাশা স্থানীয়দের।