নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-আরিচা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যান
- আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে চলছে তিন চাকার যানবাহন। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ইজিবাইক, নছিমন, সিএনজি দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক। বাস চালকরা বলছেন, এসব যানের কারনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে থানার দাবী, তিন চাকার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
দুর্ঘটনা রোধে তিন চাক্কার যানবাহন মহাসড়কে নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এর বাস্তব প্রতিফলন নেই ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে। ফলে এ সড়কে যানজট লেগে থাকে। প্রায় ঘটছে দুর্ঘটনা। পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও তাতে খুব একটা লাভ হচ্ছে না। যদিও এসব বহনের চালকরা বলছেন, পেটের দায়ে মহাসড়কে উঠতে হচ্ছে তাদের। আর পুলিশ এ চালকদের ধরলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যানা তারা।
এসব যানবাহনের যাত্রীরা বলছেন। সামান্য দূরত্বের কারনে বাস চালাকরা তাদের গাড়ীতো উঠান না। এ কারনে বাধ্য হয়ে ছোট গাড়ী উঠছেন তারা।
ঢাকা আরিচা মহাসড়কের ৩৬ কিলোমিটার সড়কের বাথুলি থেকে পাটুরিয়া- আরিচায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এর অন্যতম কারন এই যানবাহন।বলছেন বাস চালকরা।
মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলা চল বন্ধে সাধারণ মানুষের সচেতনা বাড়ানো তাগিদ হাইওয়ে থানার ওসির।
দ্রুত মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।