নিষ্প্রাণ ড্রয়েই শেষ হলো চট্টগ্রাম টেস্ট
- আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নিষ্প্রাণ ড্রয়েই শেষ হলো চট্টগ্রাম টেস্ট। পঞ্চম ও শেষে দিনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে জয়ের আশা দেখলেও দুই শ্রীলঙ্কান ব্যাটার দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকভেলার অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে ভঙ্গ হয় সেই আশা। দিনের কয়েক ওভার বাকি থাকতে ড্র মেনে নেয় দু’দল। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২৬০ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান।
এতো কাছে তবুও যেন কতো দূর। স্বপ্নের চট্টগ্রাম টেস্ট শেষ দিনে মলিন। চতুর্থ দিন জয়ের যে সম্ভাবনা উঁকি দিয়েছিলো বাংলাদেশের, তা বিবর্ণ হয়ে পড়ে নিষ্ফলা লঙ্কান ব্যাটারদের দৃঢ়তায়। পঞ্চম ও শেষ দিন সময় বাকি থাকলেও দু’দলের সমঝোতায়, নিষ্প্রাণ ড্রয়ে শেষ চট্টগ্রাম টেস্ট।
অথচ তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বাংলাদেশ দল নাটকীয়তার আশা জাগিয়েছিলো। ম্যাথিউস, কুশাল মেন্ডিসদের ফিরিয়ে টেস্ট জয়ের স্বপ্নে বিভোর মুমিনুলের দল।
কিন্তু সব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা। টাইগারদের দু:স্বপ্নের কারিগড় সফরকারী দুই ব্যাটার। বৃথা গেছে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের চার উইকেট নেয়ার প্রাপ্তি।
তবে, ভিন্নরকম হতে পারতো চট্টগ্রাম টেস্টের ফল। যদি না হাফ চান্সগুলো কাজে লাগাতে পারতেন মুশফিক, জয়, তাইজুল ইসলামরা।
৬১ রানে অপরাজিত থেকে লঙ্কানদের মান বাঁচিয়েছেন ভিকভেলা। ৩৯ রানে সঙ্গী দিনেশ চান্দিমাল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ২৬০ রান।
চট্টগ্রামে টেস্টে দু’দলের অবস্থান সমানে সমান। তাই চোখে চোখ রেখে ২৩ মে থেকে ঢাকা টেস্টে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।