নিয়ম নীতির তোয়াক্কা না করে খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব
- আপডেট সময় : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পরিবেশ আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। খাগড়াছড়ি জেলা সদর ও অন্যন্য উপজেলায় পাহাড় কাটা হলেও প্রশাসনের কোন ভূমিকা চোখে পড়ছে না। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী ও পরিবেশকর্মীরা।
শুষ্ক মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে চলছে পাহাড় কাটার ধুম। কোন প্রকার অনুমতি ছাড়ায় ঝুকিপূর্ণ ভাবে পাহাড়ের গঠন কেটে ফেলায় বর্ষা মৌসুমে ঘটছে প্রাণহানির মতো ঘটনা। বিভিন্ন উন্নয়ন সংস্থার নাম ভাঙ্গিয়ে বসতবাড়ি, দোকানঘর ও ভাটায় ইট প্রস্তুত করতে পাহাড় কেটে মাটি সরিয়ে নেয়া হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের অদূরে পাহাড় কাটা হলেও প্রশাসনের কোন হস্তক্ষেপ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশকর্মীরা।
খাগড়াছড়িতে আগের বছরগুলোতে পাহাড় ধসের কারণে জীবন ও সম্পদের ক্ষতি হলেও মাথা ব্যাথা নেই প্রশাসনের। বারবার বললেও আসছেনা সুফল অভিযোগ এই পরিবেশ বিদের।
পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরূদ্ধে কঠোর অবস্থানে নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
২০১৭ ও ২০১৮ সালে তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহত হয়েছে দেড় শতাধিক। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় রোধে প্রশাসনকে তৎপর থাকার পরামর্শ পরিবেশকর্মীদের।