নিয়ম রক্ষার হলেও অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর ভারত সফর
- আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করবেন। এরই মধ্যে সফরসূচি চূড়ান্ত হয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সফরকে নিয়ম রক্ষার বলে অভিহিত করেছেন। আর আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, বাংলাদেশের প্রস্তুতির ওপর সফরের সাফল্য নির্ভর করছে। তবে দু’দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তার জন্য সফরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
আগামী ৫ সেপ্টেম্বর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সফরের সময় এবং কর্মসূচি প্রকাশ করেছে দু’দেশ। দিল্লিতে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই সফরে বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বেশ কয়েকজন মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রীয় এই সফরে শেখ হাসিনার আজমির শরীফও যাওয়ার কথা রয়েছে।
ভারত সফরকালে ৬৬০ মেগাওয়াট রামপাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটের উদ্বোধন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ভাষণ, সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট হওয়ার কথা।
আলোচনায় গুরুত্ব পাবে মেরিটাইম সিকিউরিটির জন্য ভারত থেকে রাডার ক্রয়, উপ-আঞ্চলিক এনার্জি হাব গঠন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানকে নিয়ে জলবিদ্যুৎ প্রকল্প এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও।
মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ সদস্যের পরিবারের জন্য মুজিব বৃত্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে প্রধানমন্ত্রীর এবারের সফরকে নিয়ম রক্ষার বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন করিব। আর আন্তর্জাতিক বিশ্লেষক ডঃ ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশের প্রস্তুতির উপর নির্ভর করবে সফর কতটুকু সফল হবে।
প্রধানমন্ত্রীর সফরে তিস্তার পানিবন্টন নিয়ে কোনো আশার সম্ভাবনা না থাকলেও, রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়টি আলোচনা হবে বলে আশা করেন এই দুই বিশ্লেষক।