নিয়মনীতির তোয়াক্কা না করে লাইসেন্সবিহীন অধিকাংশ ইটভাটা স্থাপন করা হয়েছে আবাসিক এলাকা ও ফসলি জমিতে

- আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নিয়মনীতির তোয়াক্কা না করে ময়মনসিংহে লাইসেন্সবিহীন অধিকাংশ ইটভাটা স্থাপন করা হয়েছে আবাসিক এলাকায় ও ফসলি জমিতে। পঞ্চগড়ে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত থাকায় জেলা প্রশাসনের নিরব ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলছেন স্থানীয় পরিবেশবাদীরা। এদিকে, পরিবেশ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই মাদারীপুর জেলার শিবচরে গড়ে উঠেছে দুটি ইটভাটা। কালো ধোঁয়ায় পাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্ষতির শিকার হচ্ছেন।
ময়মনসিংহে ৩০০ টির মতো ইট ভাটা রয়েছে। এরমধ্যে মাত্র ২৬টির রয়েছে লাইসেন্স। লোকালয়ের পাশে এবং ফসলের মাঠে গড়ে উঠা অধিকাংশ ইটভাটা যেমন নষ্ট করছে কৃষি জমি, অন্যদিকে বনভূমি উজাড় করে কাঠ পোড়ানোর কারণে দূষিত হচ্ছে পরিবেশ। যেসব ইটভাটার অনুমোদন নেই, সেগুলোতে আইনি পদক্ষেপ পরিচালনা করার কথা জানালেন জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
পঞ্চগড়ে প্রতিবছর গড়ে উঠছে নতুন নতুন ইট ভাটা। এগুলোর নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। প্রভাবশালীরা সরকারি বিধিমালা না মেনে এসব ভাটা গড়ে তুলেছেন। প্রত্যেকটি ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এতে কমে যাচ্ছে এলাকার বনভূমি।
এদিকে, অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় পরিবেশবাদীরা। তবে অবৈধ এসব ইটভাটা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
এদিকে, পরিবেশ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমদেপুর ইউনিয়ন পরিষদের মাত্র দু’শো গজের মধ্যে গড়ে উঠেছে দুটি ইটভাটা। কালো ধোঁয়ায় পাশের চান্দেরচর বাজারসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্ষতিরমুখে পড়ছে।
ভক্সপপ: