নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিক্সার ৩ যাত্রী মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিক্সার ৩ যাত্রী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। নিহত ও আহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক।
সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় লেভেল ক্রসিং অতিক্রম করছিলো অটোরিক্সাটি। এসময় খুলনা-চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে অটোরিক্সা কয়েক ফিট দুরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে শেফালী বেগম নামের এক নারী শ্রমিক মারা যান। এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে রোমানা ও সাহেরা নামের আরও দুই নারীকে মৃত ঘোষণা করে চিকিৎসক। হাসপাতালে ভর্তি বাকী ৫ জনের মধ্যে অবস্থার অবনতি হলে তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।