নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানের মা-বাবাকে দুইদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানের মা-বাবাকে দুইদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে গ্রেফতারের পর ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতে তোলা হলে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের চারীগ্রাম থেকে হত্যাকারী মিজানের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। বখাটে যুবক মিজানুর রহমানের ছুরিকাঘাতে দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নিলা রায় খুন হন। হত্যার পর মিজান ও তার বাবা-মাসহ অজ্ঞাতনামা আরো ৩জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন নীলার বাবা । মামলার পরপরই আত্মগোপনে চলে যায় আসামীরা। পরে রেব-৪ এর গোয়েন্দা দল আসামিদের ধরতে কাজ শুরু করে। ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচাঘাট থেকে মিজানের সহযোগী সেলিম পালোয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।