নুরুল হুদার নাম ইতিহাসে ঘৃণায় লিপিবদ্ধ থাকবেঃ রিজভী
- আপডেট সময় : ০৮:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার জনগণের ভোটাধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আলাদা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোট ডাকাতির নির্বাচন করার জন্য কে এম নুরুল হুদার নাম ইতিহাসে ঘৃণায় লিপিবদ্ধ থাকবে। দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার বলেছেন, মুখে শক্তিশালী বিরোধী দলের কথা বললেও বাস্তবে বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করতে চায় সরকার।
নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও দলের কর্মসূচী জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। পৌরসভা নির্বাচনেও সরকার দলীয় নেতাকর্মীরা ভোট জালিয়াতি করেছে দাবী করে প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করেন রুহুল কবির রিজভী।
জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল ছাড়া দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। গণতন্ত্র না থাকায় দেশে গুম,খুন, নারী নির্যাতন ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার।
১৮ ফেব্রুয়ারি বরিশালে বিএনপি এখনো সমাবেশের অনুমতি পায়নি বলেও জানান তিনি।