নেতাদের দলত্যাগ ঠেকাতে পারবে না বিএনপি : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
দলীয় নেতাদের অন্য দলে যাওয়া বিএনপি ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অরাজকতাকে পছন্দ না করা দেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দেবে। শান্তিপূর্ণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর পুরষ্কার পেয়েছেন সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ বেবী মওদুদ। তার পক্ষে মরণোত্তোর পদক গ্রহণ করেন বড় ছেলে রবিউল হাসান অভি।
অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, দেশে শান্তির ধারা, মুক্তিযুদ্ধের চেতনার ধারা অব্যাহত রাখতে হবে। প্রধান অতিথী শিক্ষামন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম ভোট গ্রহণের দিন সিদ্ধান্ত নেবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্রকার ও টিভি ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দীন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী বলেন, কিছু দিন পর বিএনপির দেয়া কর্মসূচিতে নতুনত্ব কিছু নেই।