নেতৃত্বের হঠকারিতার কারণে বিএনপি নেতাকর্মীরা হতাশাগ্রস্তঃ কাদের
- আপডেট সময় : ০৬:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা আর নেতৃত্বের হঠকারিতার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীরা। তিনি বলেন, গত এক যুগ ধরে প্রাণান্ত চেষ্টা করেও কর্মীদের মাঠে নামাতে পারেনি বিএনপি নেতারা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার কারামুক্তি দিবস প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস। সকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের দেয়া বেশ কয়েকটি মামলায় কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অভিযানকালে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন শেখ হাসিনা। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।
এদিকে, শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের মুক্তি আন্দোলনে অনেক জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতায় যেতে তাঁর বক্তব্য একদিকে অগণতান্ত্রিক, অপরদিকে ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়।
ওদিকে, ঢাকার কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ২০০৮ সালের ১১ জুন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল।
এছাড়া দিবসটি উপলক্ষে বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে অংশ নেন, দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীর।