নেত্রকোণায় করোনা প্রতিরোধে বিধিনিষেধের প্রচারণায় নেমেছে জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নেত্রকোণায় করোনা প্রতিরোধে বিধিনিষেধের প্রচারণায় নেমেছে জেলা প্রশাসন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনসহ একাধিক সংগীত শিল্পীরা এতে যোগ দিয়েছেন। এই ব্যতিক্রমী উদ্যোগে জনসচেতনতা বাড়বে বলে মনে করেন সচেতন মহল।
নেত্রকোনায় করোনা প্রতিরোধ প্রচারণায়, পিকআপে বসে গান গাইছেন লোক গানের শিল্পী কদ্দুছ বয়াতি ও তার দল। শুধু তাই নয়, জেলার উদীচী শিল্পী গোষ্ঠী, প্রত্যাশা সাহিত্যগোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরাও মাঠে নেমেছেন। জেলা সদর ছাড়াও উপজেলাসহ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে প্রচারণা চালিয়ে যাচ্ছে সংস্কৃতিকর্মীরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
অন্যান্য দুর্যোগের মতো এবারও সংগীতের মাধ্যমে করোনার ভয়াবহতা তুলে ধরতে পারলে, জনসচেতনতা বাড়বে বলে মনে করে জেলাবাসী।
শিল্পীদের গানের মাধ্যমে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, জেলা প্রশাসক।
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে এই প্রচারণা ভূমিকা রাখবে বলে আশা করে নেত্রকোনাবাসী।