নেত্রকোনা ও বেনাপোলে সাংবাদিকদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও বেনাপোলে সাংবাদিকদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়ন সদর দপ্তরের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক সাব্বির আহমেদ বলেন, জেলার সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন চোরাচালান রোধের ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। সভায় বিজিবির কর্মকর্তাসহ জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এদিকে, সকালে যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদর কর্তৃক আয়োজিত মাদক, নারী ও শিশু পাচার এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল সেলিম রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমাণ্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল গনি খান।