নেত্রকোনা, গাইবান্ধায় কলেজছাত্রীসহ দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা, গাইবান্ধায় কলেজছাত্রীসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নড়াইলে বখাটেদের উত্যক্তের প্রতিবাদে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
নেত্রকোনায় উর্মি জাহান নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পৌর শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত উর্মি সবুর মিয়ার মেয়ে। উর্মি মোক্তারপাড়া সিটি কলেজের এইচএসসি’র ১ম বর্ষের ছাত্রী।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশা নামের এক গৃহবধুর উদ্ধার করেছে পুলিশ। নিহত আশা মনি দরবস্ত ইউনিয়নের আশরাফ আলীর মেয়ে। নিহতের বাবা আশরাফ আলী জানায় ,বিয়ের পর থেকে তৌহিদ যৌতুকের দাবী করে আসছিল। যৌতুকের টাকা না দেয়ায় তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি ।
এদিকে বখাটেদের উত্যক্তের ঘটনায় নড়াইলের লোহাগড়ায় খাদিজা খানম নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।