নেত্রকোনার আটপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নেত্রকোনার আটপাড়ায় করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। মৃত হারাধন চন্দ্র সরকার গত ৫ দিন ধরে নিজ বাড়িতে জ্বর, সর্দ্দি, শাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন। তিনি উপজেলার বানিয়াজান ইউনিয়নের চাড়িয়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র সরকারের ছেলে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।