নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবিতে এ পর্যন্ত ১১ জনের প্রাণহানি
- আপডেট সময় : ০৭:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবিতে এ পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে চারজন শিশু রয়েছে। ট্রলার ডুবির পর সাঁতরে ১১ জন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে আরো ১৩ জন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বারহাট্টার দশধার বাজারে রওনা দেয় যাত্রীবাহী একটি ট্রলার।সকাল ৯টার দিকে যাত্রীবাহী ট্রলারটি কলমাকান্দা রাজনগর এলাকায় পৌঁছে ওভারটেক করতে গিয়ে একই গতিতে থাকা বালুবাহী নৌকার সঙ্গে ধাক্কা লাগে। ডুবে যায় ট্রলারটি। তৎক্ষণাত স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
নিহতরা ৭ জন সুনামগঞ্জ জেলার মধ্যনগরের, ২ জন ধর্মপাশা এবং ১ জন নেত্রকোনার বাসিন্দা। দুর্ঘটনার কারণ ট্রলারের অনিয়ন্ত্রিত গতি, বলছেন ইউপি চেয়ারম্যান।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ সুপার।
এর আগে ৫ আগস্ট নেত্রকানার মদনের উচিতপুরে ট্রলার ডুবিতে ১৮ জন মারা যায়।