নেত্রকোনার সীমান্তবর্তী অঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকট
- আপডেট সময় : ১১:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
কুয়া ও নদীতে গর্ত করে সংগৃহীত পানি বিভিন্ন কাজে ব্যবহার করছে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দাবাসী। ভৌগলিক কারণে পাহাড়ী অঞ্চলে গভীর নলকূপ স্থাপন করা যায় না। ফলে বিশুদ্ধ পানি ব্যবহার থেকে বঞ্চিত এলাকার মানুষ। সরকারী পদক্ষেপ নেয়ার দাবী স্থানীয়দের। তবে বড় প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার টিলা ও পাহাড়ী জনপদে প্রায় লাখখানেক আদিবাসী জনগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায় পাহাড়ের গুহা, ঝর্ণার ছড়া, কুয়া, মাটি ও নদীতে গর্ত করে পানি ব্যবহার করে। এতে বিশুদ্ধ পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে এখানাকার সাধারণ মানুষ। ভৌগলিক কারণে ওই এলাকায় মাটির নিচে চিনা মাটি ও পাথরের সংখ্যা অনেক বেশি। ফলে অনেক চেষ্টা করেও গভীর নলকূপ স্থাপন করা যায় না।
অনেকেই বিশেষ পদ্ধতিতে আয়রনযুক্ত পানি বালুর মধ্যে ছেঁকে খাবার পানি সংগ্রহ করছে। ব্যবহার করছে রান্না ও গোসলসহ সকল কাজে।
পাহাড়ী ও টিলা এলাকায় বসবাসরত মানুষ প্রাকৃতিক নিয়মে পানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমানে এগুলো শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে।
শুকনো মওসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছুটা সমস্যা দেখা দেয়। তবে বড় প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। এছাড়াও বৃষ্টির পানি সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবহারে কাজে লাগানো হচ্ছে।সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটিই প্রত্যাশা সীমান্তবর্তী এলাকার মানুষের।