নেত্রকোনায় অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বেতন বৈষম্য নিরসন ও গ্রেড উন্নতীকরণের দাবিতে নেত্রকোনায় অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা।
সকালে বাংলাদেশ হেলথ্ অ্যাসিসটেন্ট এ্যসোসিয়য়েশন নেত্রকোনার জেলা শাখার আয়োজনে শহরের নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীরা। এ সময় বক্তারা বলেন, চাকরীর প্রারম্ভিককাল থেকে তারা অবহেলিত। অথচ টিকাদান কর্মসুচীতে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। তাই অবিলম্বে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারী-১৩ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শককে-১১ তম গ্রেড প্রদান করে বেতন বৈষম্য নিরসন করতে হবে।