নেত্রকোনায় চলছে বোরো ধান কাটা : হুমকিতে ফসল রক্ষা বাঁধ
- আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নেত্রকোনার হাওরগুলোতে পুরোদমে চলছে ধান কাটা। কৃষি অফিস বলছে, এরই মধ্যে হাওরের ৫৪ ভাগ ধান কাটা হয়েছে। এর জন্য হারভেস্টার মেশিন ও শ্রমিকের কোনো সংকট নেই। আগামী এক সপ্তাহের মধ্যে কাটা শেষ হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে, ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুমকিতে রয়েছে হাওর রক্ষা বাঁধ।
শস্য ভান্ডার নেত্রকোনা জেলার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বোরো ধান হাওরবাসীর একমাত্র ভরসা। আর এই বোরো ফসল ঘরে তুলতে প্রখর রোদ আর বৃষ্টি উপেক্ষা করে, ব্যস্ত সময় পার করছে হাওর এরাকার কৃষক-কৃষাণীরা।
জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীসহ বিভিন্ন উপজেলার বড় বড় হাওরে ৫৪ ভাগ ধান কাটা হয়ে গেছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নতুন করে ধনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হুমকিতে হাওরের বাঁধ। এতে ধান কাটা নিয়ে শংকায় কৃষক।
এবার অনেক হাওরে বিআর-২৮ ধানে চিটা দেখা দিয়েছে। একদিকে ছিটা অন্য দিকে পানির চাপ; ফলে ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দ্রুত গতিতে তারা কাটছে হাওরের পাকা ও আধা পাকা ধান।
জেলায় ১ লক্ষ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লক্ষ ৭০ হাজার ৭০২ মেট্রিক টন। নতুন কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে, ভালভাবে ধান ঘরে তুলতে পারবে বলে জানান কৃষি কর্মকর্তা।
বোরো ফসল ঘরে তুলতে কৃষককে সহায়তা দেবে সরকার, এমনটিই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।