নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি
- আপডেট সময় : ০৫:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দার গোমাই নদীতে ট্রলার ডুবিতে নিহত ১১ জনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা দেয়ার আশ্বাস রয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বারহাট্টার দশধার বাজারে রওনা দেয় যাত্রীবাহী একটি ট্রলার। যাত্রীবাহী ট্রলারটি কলমাকান্দা রাজনগর এলাকায় পৌঁছে ওভারটেক করতে গিয়ে সাথে থাকা বালুবাহী নৌকার সঙ্গে ধাক্কা লাগে। ডুবে যায় ট্রলারটি।নিহতদের মধ্যে ৭ জন সুনামগঞ্জ জেলার ধর্মপাশার, ২ মধ্যনগর এবং নেত্রকোনার বাসিন্দা ১ জন। তবে, অনিয়ন্ত্রিত গতিই ঐ অঞ্চলে ট্রলার ডুবির সহসা কারণ, জানালেন স্থানীয়রা
এ ধরনের প্রাণহানি কমাতে হাওরে প্রশাসনের সঠিক মনিটরিং, নৌ-চলাচলে সতর্ক ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলার সুশাসনের জন্য নাগরিকের সভাপতি।দাফনের জন্য নেত্রকোনা জেলা প্রশাসন ১০ হাজার টাকা এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে ৫ সদস্যের কমিটি।