নেত্রকোনায় ট্রাকচাপায় পিকআপের ৫ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নেত্রকোনায় ট্রাকচাপায় পিকআপের ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
গেল রাত সাড়ে ৯ টার দিকে, দুর্গাপুর উপজেলার কালা মার্কেট এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ২৫ শিক্ষার্থী দুর্গাপুর থেকে পিকনিক শেষে পিকআপে ময়মনসিংহের গৌরীপুরে যাচ্ছিল। এসময় একটি ইঞ্জিলচালিত মালবাহী ট্রলি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের যাত্রীরা অনেকেই পড়ে যায়।এসময় পিকআপের পিছন দিক থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ময়মনসিংহ নেয়ার পর আরো তিনজন মারা যায়। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় জনতা সড়ক অবরোধ ও ১৫টি ট্রাক ভাংচুর করে।