নেত্রকোনায় পালিত হয়েছে কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিন
- আপডেট সময় : ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
- কবিতা পাঠ, গান ও অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিন।
সকালে কবির নিজ বিদ্যাপীঠ শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হিমু পাঠক আড্ডার আয়োজনে জন্মদিন পালন করা হয়।কবির সহপাঠী লেখক ও সাংবাদিক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাসহ বিভিন্ন উপজেলার কবি ও সাহিত্যিকরা।এসময় কবিতা পাঠ, গান ও নিজেদের অভিব্যক্তির মাধ্যমে কবির নানা দিক তুলে ধরেন তারা। ১৯৪৮ সালের এই দিনে আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন কবি হেলাল হাফিজ। কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তিনি।
- নওগাঁয় প্রতি বছরের মত এবারও অনুষ্ঠিত হলো সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতি গোষ্ঠিদের সাংষ্কৃতিক প্রতিযোগিতা।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গতকাল বিকেলে নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামে ছিলো বর্নিল আয়োজন। অনুষ্ঠানের আয়োজক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে ৪১টি সাংষ্কৃতিক দল অংশ নেয়। শিল্পীরা ঢোল-মাদল ও কর্তালের তালে নিজস্ব ভাষায় গান গেয়ে নৃত্য পরিবেশন করেন। একই সাথে তারা আদিবাসী ঐহিত্য ও সংষ্কৃতি তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নবাসীর উদ্যোগে ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভীড় জমায় হাজারো মানুষ। মাঝি-মাল্লাদের হৈ-হুল্লোর ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। সহবতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুদু তালুকদারসহ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। নৌকাবাইচ শেষে বিজয়ী নৌকার মাঝি-মাল্লাদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা।