নেত্রকোনায় যৌতুকের জন্য অন্ত:সত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের জন্য চার মাসের অন্ত:সত্বা গৃহবধু শান্তা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাও গ্রামে এই বিক্ষোভ হয়। এ সময় বক্তব্য রাখেন, নিহতের মাতা শেফালী আক্তার, রহমত উল্লা, পলাশসহ আরো অনেকে। বক্তারা গৃহবধূ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এ ঘটনায় গৃহবধুর মাতা শেফালী আক্তার আদালতে মামলা দায়ের করেছেন।
কুমিল্লার লাকসামের বিজরা বাজারে চুরি বন্ধ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিজরা বাজারের ব্যবসায়ীরা। দুপুরে বিজরা বাজার সড়কে ঘন্টাব্যপী মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে ব্যবসায়ীরা চুরি বন্ধ ও চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।