নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা-দিল্লি উপকৃত হতে পারে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা-দিল্লি উপকৃত হতে পারে।
সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্তের ছোটখাট কিছু বিষয় বিজিবি ও বিএসএফ এর বৈঠকের মাধ্যমে সমাধান করা যেতে পারে। তিনি আরো বলেন, ভারত চায় এ সমস্যার সমাধান হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে সম্মত হন। করোনার ওমিক্রন ধরণ নিয়ে সবাই সতর্ক বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের পররাষ্ট্র সচিবের মাধ্যমে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।