নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হলো প্রধানমন্ত্রীকে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। দেশের সমস্ত ক্ষমতা নিজের নিয়ন্ত্রণাধীন করতে সংসদ ভেঙেছিলেন তিনি। আর এবার তার বিরুদ্ধেই জোরালো হচ্ছে পার্টির আন্দোলন।
ওলির বিরুদ্ধে দল বিরোধী অভিযোগ এনে এনসিপি নেতা মাধব নেপাল ও পুষ্প কুমার দাহাল প্রচণ্ডের নির্দেশে বহিষ্কার সিদ্ধান্ত গৃহীত হয়। নেপাল কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ খারিজ করা হয়েছে। সরকারে থাকা দল- নেপাল কমিউনিস্ট পার্টির তরফে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। অভিযোগ, ওলি ক্ষমতা নিজের নিয়ন্ত্রণাধীন করতে চান। চুক্তিমতো এনসিপি’র সহযোগী পূর্বতন নেপালি মাওবাদী পার্টির নেতা প্রচণ্ডকে ক্ষমতা হস্তান্তর করতে চাননি তিনি।