নোঙ্গর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চে আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঢাকার সদরঘাটে নোঙ্গর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। সকাল পৌনে ১০ নাগাদ এই ঘটনা ঘটে। চার ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
আবারও লঞ্চ দূর্ঘটনা। তবে, এবার লঞ্চডুবি নয়, সদরঘাটে নোঙ্গর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। চার ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। লঞ্চের দোতলার একটি ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। তবে, অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ অজানা লঞ্চ কর্তৃপক্ষেরও। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যাবে তদন্তে শেষে।
লঞ্চটি রোববার সকালে বরিশাল থেকে ঢাকায় এসেছে।