নোয়াখালী সদরের এওজবালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত
- আপডেট সময় : ০১:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গেলো রাত ৯টার দিকে স্থানীয় করমুল্যা বাজারের তিন রাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে আব্দুল হক নামে একজনের অবস্থা আশংকাজন হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছে। বাকীরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ও এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান এবং পাশের কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তারের সঙ্গে দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দফায় দফায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে সেটি রূপ নেয় সংঘর্ষে। এসময় একপক্ষ অপর পক্ষকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। সংঘর্ষ চলাকালে ৫-৬টি দোকানপাটও ভাঙচুর করে তারা। সুধারাম মডেল থানার ওসি নবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সংঘর্ষের স্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।