নোয়াখালীতে এ বছর মাধ্যমিক পরীক্ষার হলে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার
- আপডেট সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীতে এ বছর মাধ্যমিক পরীক্ষার হলে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেও মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়নি কয়েক হাজার শিক্ষার্থী। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় বিভিন্ন পেশায় চলে যাওয়া ও বাল্য বিয়ের শিকার মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে না পারায় এমন উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে।
হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ হাই স্কুলে নবম শ্রেণীতে ৯০জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে মাধ্যমিক পরীক্ষার ফরম ফিল-আপ করে ৬২ জন। চলতি বছর জুন মাসে পরীক্ষার জন্য ফরম ফিল-আপ করার পরও চার মাসের ব্যবধানে পরীক্ষার হলে অনুপস্থিত থাকে ২০ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের ফান্ড থেকে ফরম ফিল-আপের টাকা দিয়েও পরীক্ষামুখী করা যাচ্ছে-না শিক্ষার্থীদের।
করোনাকালে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় অন্য পেশায় চলে যাওয়া ও মেয়ে শিক্ষার্থীদের বাল্য বিয়ে হওয়ায় এমন অবস্থার সৃস্টি হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়ার হার বেশি। দারিদ্রতা, নদী ভাঙ্গণ, বাল্য বিয়ে ও সচেতনতার অভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষার প্রতি আগ্রহ কম। ঝরে পড়া শিক্ষার্থীদের বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা জীবনে ফিরিয়ে আনার কথা জানালেন শিক্ষা কর্মকর্তা।
নোয়াখালীতে এ বছর ৬১ পরীক্ষা কেন্দ্রে মানবিক শাখায় ৪৫৫ জন, বিজ্ঞান শাখায় ৫৩৭ জন ও বাণিজ্য শাখায় ৩৬১ পরীক্ষার্থী অনুপস্থিত। নোয়াখালীতে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়নি কয়েক হাজার ছাত্রছাত্রি/বিদ্যালয়ের ফান্ড থেকে ফরম ফিল-আপের টাকা দিয়েও পরীক্ষামুখী করা যাচ্ছে-না শিক্ষার্থীদের নোয়াখালীতে মাধ্যমিক পরীক্ষা দেয়নি দেড় হাজার পরীক্ষার্থী