নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধনসহ বিভিন্ন জেলায় করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোয়াখালীতে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট। রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
নওগাঁয় করোনাকালীন আথির্ক সহায়তা দেয়া হয়েছে। নিম্ন আয়ের প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
করোনা প্রতিরোধে ঝিনাইদহে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগ। সকালে জরুরী প্রয়োজনে শহরে আসা নানা শ্রেণী পেশার মানুষের হাতে মাস্ক তুলে দেন নেতাকর্মীরা।
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র উদ্যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি উন্নত মানের বেড, দু’টি অক্সিজেন কনন্সেনট্রেটর বিতরণ করা হয়েছে। সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্তাবধায়ক ডা: কুদরত ই খুদার কাছে এইসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।