নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের খেতাব তুলে নেয়ার সিদ্ধান্ত ও তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
অনেকটা পুলিশি বেস্টুনিতে সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে এ সমাবেশ করা হয়। সকালে খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা। তবে সমাবেশের কাছাকাছি আসলে মিছিলে পুলিশ তাদের বাধা দেয়। সমাবেশে বক্তারা, জিয়াউর রহমানের খেতাব তুলে নেয়ার সিন্ধান্তের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এ সিদ্ধান্ত থেকে সরে আসারও দাবী জানান তারা। সমাবেশে নোয়াখালী শহর বিএনপির সভাপতি, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকে অংশ নেন।