নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে দুইদিন পর উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে দুইদিন পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে, কবিরহাট উপজেলার নতুন সাহাজির হাট এলাকার আলী আহমদের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি জেলা সদরের কৃষ্ণরামপুর গ্রামের আবদুল মালেক ও জুলেখা বেগম দম্পতির ছেলে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুলফিকার হায়দার সোহেল এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোহেল কবিরহাটের একটি প্রাইভেট হাসপাতালের ম্যানেজার।
গত সোমবার ২৫০ শয্যা নোয়াখালীর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। বুধবার শিশুটির মা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তাকে বেডে রেখে বাথরুমে যান। বাথরুমে থেকে বের হয়ে সন্তানকে না দেখে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে তার সন্ধান পাননি। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর শুক্রবার রাত দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।